মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজা এড়াতে হুজুর ছদ্মবেশে ১৯ বছর কাটিয়ে দিলেন শওকত(৩৮) নামক এক যুবক। যদিও শেষ রক্ষা হলো না।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৫টার দিকে কক্সবাজার টেকনাফ হ্নীলা লেদা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের সদস্যরা। গ্রেফতারকৃত শওকত টেকনাফ হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার পুত্র।
মবার (৩ এপ্রিল) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান।
তিনি জানান, ২০০৪ সালে টেকনাফ থানায় শওকত নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
অবশেষে রোববার সন্ধ্যা ৫টার দিকে টেকনাফ লেদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ওকত একটি ডাকাতি মামলার সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ ডাকাতি মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। হুজুরের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডাকাতি মামলার সাজা এড়াতে হুজুর বেশে ১৯ বছর, শেষ রক্ষা হল না https://corporatesangbad.com/22577/ |