নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে অন্তত ২৫ শতাংশ। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে পণ্যটির।
অন্যদিকে আমদানি বাড়লেও বাজারে গুড়া হলুদের দাম বাড়ছে। এক থেকে দেড় মাসের ব্যবধানে গুড়া হলুদ কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে বলে জানিয়েছে পাইকারি ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৭ হাজার ৯৪৭ টন। যার আমদানি মুল্য ২৩৯ কোটি ৭৯ লাখ টাকা।
অন্যদিকে গত ২০২১-২২ অর্থবছরের একই সময় পর্যন্ত শুকনা হলুদ আমদানি হয়েছিল ১৩ হাজার ২০৫ টন। যার আমদানি মূল্য ছিল ১৪৯ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ৭৪২ টন।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, মসলাজাত পণ্যের মধ্যে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর অন্তত ২০-২৫ শতাংশ আমদানি বেড়েছে শুকনা হলুদের। তাছাড়া পণ্যটি আমদানিতে সরকারের রাজস্ব আয়ও ভালো হয় বলে জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোমরায় হলুদ আমদানি বেড়েছে ২৫ শতাংশ https://corporatesangbad.com/22510/ |