৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on April 2, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলি হলো সায়হাম কটন মিলস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, হাক্কানী পাল্প লিমিটেড ও আরএকে সিরামিকস লিমিটেড।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিং অনুযায়ী শায়হাম কটনের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ১’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ৩’। ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী লাফার্জ হোলসিমের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ১’। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী ফার ইস্ট নিটিংয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিং অনুযায়ী কে এন্ড কিউয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ৩’। ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিং অনুযায়ী হাক্কানী পাল্পের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি১’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ৩’। ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী আরএকে সিরামিকস লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ১’। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।