সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি দাঁসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজুল হক (২৭) উপজেলার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে।
এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি দাঁ ও একটি রডসহ এক ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্যামনগরে ৩ বন্দুকসহ ডাকাত আটক https://corporatesangbad.com/22179/ |