27.9 C
Dhaka
সেপ্টেম্বর ২৩, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আর্কাইভ জানা অজানা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে করণীয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আমাদের দেশে বর্তমানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সচেতনতার মাধ্যমেই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখে নেয়া যাক এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা করতে হবে-

১. রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করুন।

২. সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটতে পারে।

৩. ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।

৪. চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন।

৫. রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন।

৬. রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।

৭. গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না।

৮. চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।

আরও পড়ুন:

জেনে নিন; হিটলারের জন্মস্থানসহ বিশ্বের বিতর্কিত কিছু ঠিকানা

জেনে নিন; গোল্ডেন রাইস ভালো না খারাপ?
ওষুধ ছাড়াই দূর করুন স্ট্রেচ মার্কের সমস্যা

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

গুলশানের স্পা সেন্টারে অভিযান: ১৬ নারীসহ আটক ১৯

*

রোহিঙ্গা সংকট: ৮৭ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

*

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন নাছিমা বেগম

*