সুন্দরবনে হরিণের পা ও মাথাসহ দুই চোরা শিকারী আটক

Posted on March 30, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।এ সময় তাদের কাছে থেকে হরিণের রান্না করা মাংস ,১টি মাথা, ৪টি পা ও ১বস্তা হরিণ শিকারের কাজে ব্যবহৃত ফাঁসের জাল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে সুন্দরবনের সাপ খালী খাল থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা পাশ্বামারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন(৪০)

এ বিষয়ে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, একটি চক্র বেশ কিছু দিন অবৈধভাবে সুন্দরবনে ঢুকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে করে আসছিলো আমরা জানতে পেরে বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের সাপ খালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন চোরা শিকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু রান্না করা হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ১বস্তা হরিণ শিকারে ব্যবহৃত ফাঁসের জাল উদ্ধার করা হয়। আটককৃতদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।