জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২।

Posted on March 30, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মৃন্ময় গোস্বামী (৭২) এর অবস্থা আশঙ্কাজনক। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলায় তাঁর পুত্র মনিদ্বীপ গোস্বামীও (৩৫) আহত হন।
এব্যাপারে মনিদ্বীপ গোস্বামী বাদী হয়ে হামলাকারী কৃপাময় গোস্বামী শিপু (৪২), বিশ্বজিৎ গোস্বামী শিতল (৪৯), জয়ন্ত গোস্বামী (৩৬) সহ ৬জনের বিরুদ্ধে ২৬ মার্চ কুলাউড়া থানায় মামলা (নং ২০) মামলা দায়ের করেছেন।পুলিশ জানায় হামলাকারীদের ধরতে তারা জোর তৎপরতা চালাচ্ছে।

জানা যায়, ২৫ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের বাসিন্দা মৃন্ময় গোস্বামীর সাথে বসতবাড়ীসহ আরও কিছু জমিজমা নিয়ে একই বাড়ীর বাসিন্দা কৃপাময় গোস্বামী, বিশ্বজিৎ গোস্বামী, জয়ন্ত গোস্বামী গংদের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এরই জের ধরে দেশীয় অস্ত্র দা, লাঠি, রড নিয়ে কৃপাময় গোস্বামীর নেতৃত্বে ৫-৬ জন মিলে শনিবার সকালে মৃন্ময় গোস্বামী ও তার পুত্র মনিদ্বীপ গোস্বামীর ওপর হামলা চালায়। এতে মৃন্ময় গোস্বামী মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এবং তার ছেলে মনিদ্বীপ গোস্বামী পায়ে গুরুতর আঘাত পায়। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাস গুপ্ত জানান, মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে হামলার সত্যতা পেয়েছি। এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মামলা হয়েছে এর সত্যতা পাওয়া গেছে। পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।