আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চলতি মৌসুমের বোরো ধান ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আয়নাল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়নাল ওই গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে। সাপে ছোবল দেওয়ার পর তাকে স্থানীয় বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতাল ও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। পরে নিজ বাড়িতে এনে ওঁঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়া হলেও কোন কাজ হয়নি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আয়নাল হকের দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে আয়নাল হক তার বাড়ির কাছে আবাদী নিজের বোরো ধান ক্ষেত দেখতে যান। এসময় বোরো ধান ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত পাশ্ববর্তী এলাকার বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে নিজ বাড়িতে ফেরত নিয়ে এসে আয়নালকে সুস্থ্য ও জীবিত করে তুলতে ওঁঝা ডেকে রাতভর ঝাড়ফুঁক দেওয়া হলেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাপের ছোবলে কৃষকের মর্মান্তিক মৃত্যু https://corporatesangbad.com/22029/ |