নিজস্ব প্রতিবেদক: নীলফামারীতে ভেজাল পন্য ও হোটেলে অবৈধ্য প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে জেলা শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ ফেব্রয়ারী) দুপুরে জেলা শহরের মাধার মোড়, বড় বাজার এলাকায় ওই তিনটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোহরা সুলতানা যুথি। এরমধ্যে সুরুচি হোটেলের মালিক মিলন ইসলামের কাছে তিন হাজার টাকা, সূকর্ণা সুইটসের মালিক অমৃত কুমারের পাঁচ হাজার টাকা ও বনফুল সুইটস এন্ড কনফেকশনারীর মালিক সুশেন চন্দ্র রায়ের নিকট দুই হাজার ৫শত টাকাসহ মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোহরা সুলতানা যুথি বলেন, ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩,৫১ ও ৫২ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদ উত্তর্ণী খাদ্য ও বোতলজাত পানীয় জন সম্মুখ ধ্বংশ করা হয়। এ ছাড়াও ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটেরী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমানসহ স্থানীয় আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা।
আরও পড়ুন: বিভিন্ন অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৬.৪৯ লক্ষ টাকা জরিমানা