কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা স্কিমের আওতায় পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল হতে ঋণ বিতরণের জন্য প্রায় ৪৭ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। এ অর্থ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে পুঁজিবাজারের বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের ঋণ দেওয়া হবে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চিঠির প্রেক্ষিতে এমন সিদ্ধান্তে নেওয়া হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা স্কিমের আওতায় আইসিবি’র মাধ্যমে বিতরণকৃত ঋণের সুদ ও আসল হিসেবে আদায়কৃত অর্থ পুনঃব্যবহারের মাধ্যমে এ অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা ও এ বিষয়ে গঠিত তদারকি কমিটির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়। সে চিঠিতে সংশ্লিষ্টদের সুপারিশের প্রেক্ষিতে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল হতে ৪৬ কোটি ৭৪ লাখ টাকা আইসিবিকে দেওয়া হয়েছে। এ অর্থ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখায় রক্ষিত আছে।
এ অর্থ ব্যবহার এবং ফেরত প্রদানে সরকারি নির্দেশনা, নীতিমালা এবং বিএসইসি, আইসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করা হবে বলে জানা গেছে। সুদসহ ঋণ পরিশোধ করা হলেই বাংলাদেশ ব্যাংক পুনরায় ঋণ প্রদান করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঋণ দিতে বিবি’র ৪৭ কোটি টাকা ছাড় https://corporatesangbad.com/21909/ |