কালিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ৬

Posted on March 29, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়ে, এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে সাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলন, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বদর উদ্দিন (৭৬), কালিকাপুর গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে নজরুল ইসলাম (৬২), খড়মি গ্রামের আজহার আলীর ছেলে শহীদ (৩৭), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪০) ও ভদ্রখালী গ্রামের শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম(৫০)।

প্রত্যক্ষদর্শীরা ও আহতরা জানান, সকাল সাড়ে ৮ টায় কালিগঞ্জ বাস টার্মিনাল হতে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার উদ্দেশ্য ছেড়ে যায়। বাসটি সাদপুর ব্রিজে ওঠার আগে পাতি ভেঙে নিয়ন্ত্ৰণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পেড়। এতে ৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।