শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আজিজুল কারিগর নামে এক মুদি দোকানীর বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।
সোমবার (২৭ মার্চ) বিকালে উপজেলার ভদ্রখালি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, ভদ্রখালির দি মুন কিন্ডার গার্টেন স্কুলের নার্সারীতে পড়ুয়া শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ দোকানের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় আজিজুল নামের এক যুবক। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানালে তিনি প্রতিবাদ করতে গেলে আজিজুর এবং তার চাচা সুরুজ তাদেরকে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে গতকাল রাতেই কালিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মার্চ) কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। অচিরেই আসামিকে গ্রেফতার করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কালিগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা https://corporatesangbad.com/21712/ |