বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

Posted on March 29, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ১ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ইনটেকের স্ক্রিনে ৩ লাখ ৪৩ হাজার ১০২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে সমতা লেদারের স্ক্রিনে ৫০ হাজার ৬৬৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।