নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৬ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন।
মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৮. ৪৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬ https://corporatesangbad.com/21631/ |