শ্যামনগরে ৫০০ লিটার ভেজাল মধুসহ আটক ২

Posted on March 28, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ৫০০ লিটার ভেজালমধুসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন যতীন্দ্রনগর গ্রামের মৃত জতিন মন্ডলের ছেলে বিজয় মন্ডল (৫৭) ও বিমল মন্ডল (৫৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, তারা দীর্ঘদিন যাবত ভেজাল মধু তৈরি করে বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রয় করে থাকে এমন অভিযোগের পেয়ে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমল মন্ডলের নিজ বাড়িতে অবস্থিত কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ৫০০ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।