Corporate Sangbad | Online Bangla NewsPaper
অর্থ-বাণিজ্যজাতীয়

এক পরিবার থেকে ৩ জনের বেশি ব্যাংকের পরিচালক নয়

নিজস্ব প্রতিবেদক : এক পরিবার থেকে ৩ জনের বেশি পরিচালক হতে পারবে না এমন বিধান রেখে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন পরিচালক হতে পারবেন।বিদ্যমান আইনে সর্বোচ্চ চারজন পরিচালক নিযুক্ত হতে পারছেন। আইনের প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে পরিচালনা পর্ষদে পরিবারের কর্তৃত্ব হ্রাস পাবে।

তিনি জানান, বর্তমানে এক পরিবার থেকে চারজন পরিচালক থাকার নিয়ম রয়েছে। এটা পরিবর্তন করে এখন সর্বোচ্চ তিনজন করা হয়েছে।

সচিব আরও বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে কেউ খেলাপি হলে তিনি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। ঋণের অর্থ পরিশোধ করলেও তিনি পরবর্তী পাঁচ বছর আর পরিচালক হতে পারবেন না।’

আরও পড়ুন:

সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপিকে চিঠি: সিইসি

পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু ২১ এপ্রিল

আরো খবর »

গুণগত শিল্পায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

শনিবার থেকে চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকবাহী বাস

বৈশ্বিক খাদ্যপণ্যের দাম ২ বছরের সর্বনিম্নে

Tanvina