হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৯-১৭ টাকা

Posted on March 28, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাজার তদারকিসহ প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের ফলে আমদানিকৃত ও দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৯ টাকা থেকে ১৭ টাকা। তিন দিন আগে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৮ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা থেকে কমে ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, সরকার নতুন পুরাতন সকল আইপির মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিল। এর পরে নতুন করে আইপি না দেয়ায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। যেহেতু রমজান মাস চলছে এ সময়ে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখে বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া উচিৎ।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে সর্বশেষ গত ১৫ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। এর পর থেকে বন্দর দিয়ে কোনো প্রকার পেঁয়াজ আমদানি হয়নি। এতে করে বন্দর কর্তৃপক্ষ তাদের যেমন দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি কর্মরত শ্রমিকদের আয় কমেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে যেসব পেঁয়াজ আমদানির জন্য যেসব অনুমতি দেওয়া হয়েছিল তার মেয়াদ ছিল গত ১৫ মার্চ পর্যন্ত। আমদানির অনুমতিপত্র (আইপি) কবে দেবে না দেবে এ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা নেই।