অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যাংক কোম্পানি সংশোধন আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৮ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের বৈঠকে নতুন ব্যাংক কোম্পানি আইনটির অনুমোদন দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী এখন আইনটি সংসদে যাবে। সেখানে আলোচনার পর সংসদীয় কমিটিতে যাবে। পরে সংসদে চুড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
মন্ত্রী সভার বৈঠক শেষে একথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মামুদুল হোসাইন খান।
তিনি বলেন, নতুন আইনের মোট ৩৪ ধারা রয়েছে। অন্যদিকে কমানো হয়েছে একই পরিবারের পরিচালকের সংখ্যা। নতুন আইনে একই পরিবার থেকে সর্বোচ্চ তিনজন। আগে একই পরিবার থেকে ৪ জন পরিচালক থাকতে পারতো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত অনুমোদন https://corporatesangbad.com/21549/ |