কর্পোরেট ডেস্ক : বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এর মাধ্যমে ১৭টি শাখা অধিগ্রহণ করলো আর্থিক প্রতিষ্ঠানটি। পাশাপাশি বন্ধ হওয়া ব্যাংকটির আমানতকারীদের দায়ও এখন ফার্স্ট সিটিজেনসের। খবর সিএনএন এর।
চুক্তি অনুযায়ী, ১৬০০ কোটি ডলার ছাড়ে এসভিবির ৭ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ কিনছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। বন্ধ হওয়া প্রতিষ্ঠানটির পাঁচ হাজার ৬০০ কোটি ডলারের আমানতের দায়িত্বও তারা নেবে।
তারল্য সংকটে পড়ায় গত ১০ মার্চ বন্ধ হয়ে যায় সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালি ব্যাংক। এরপর ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এ পর্যন্ত ২০টি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস। দেশের ২১টি রাজ্যে তাদের রয়েছে পাঁচ শতাধিক শাখা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফার্স্ট সিটিজেনস ব্যাংক কিনে নিল সিলিকন ভ্যালিকে https://corporatesangbad.com/21536/ |