নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪০ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক ও ফার্মা খাতে ২১টি কোম্পানি ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের ১৯টি, বস্ত্র খাতের ১৮টি, জ্বালানি খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, আর্থিক খাতে ১১টি, খাদ্য-বিবিধ খাতে ৫, সিমেন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৩টি, সিরামিক-আইটি খাতে ২টি, পাট, কাগজ, সেবা, ট্যানারি ও ভ্রমণ খাতে ১টি কোম্পানি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ক্রেতাশূন্য ১৪০ কোম্পানির শেয়ার https://corporatesangbad.com/21514/ |