শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখা ও যথাসময়ে বেতনের দাবীতে ময়লার গাড়ী রেখে ব্যাংকের প্রবেশ পথ বন্ধ করে অবরোধ করেছে পৌরসভায় কর্মরত কর্মচারীরা।
সোমবার (২৭ মার্চ) সকাল সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের পূবালী, সাউথ বাংলা, এগ্রিকালচ্যার ও ন্যাশনাল ব্যাংকের সামনে পৌর এলাকার ডাস্টবিনের ময়লা ভর্তি গাড়ি নিয়ে প্রবেশ পথ বন্ধ করে আড়াই ঘন্টাব্যাপী অবরোধ কর্মসুচি পালন করেন তারা।
এ সময় ব্যাংকের সাধারন গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে না পেরে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক ম্যানেজাররা তাদের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে ময়লার গাড়ি ব্যাংকের সামনে থেকে সরিয়ে নেন।
জানাযায়, সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত পৌর মেয়র তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলায় হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি তারিখে সাময়িকভাবে বরখাস্ত হন। এসময় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়ীত্ব পালন করতে থাকেন কাজী ফিরোজ হাসান। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। পৌর মেয়র চিশতির আইনজীবির দেয়া উচ্চ আদালতে স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি নিয়ে চিশতী পৗরসভার সেক্রেটারীর (সিইও) কাছে দিলে তিনি সেটি নিতে অসম্মতি জানান। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে মেয়র পদে সে সময় বসতে দেননি পৌর কর্তৃপক্ষ।
এ দিকে, উচ্চ আদালতের স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি পৌর মেয়র চিশতি পৌরসভার লেনদেনকৃত সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে এই কপি জমা দিলে মূলত পৌরসভার ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়। এর ফলে গত ২/৩ মাস যাবত পৌর কর্মচারীরা তারা তাদের বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করতে থাকে। এক পর্যায়ে তারা সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌরসভার ময়লা আবর্জনা গাড়ীতে নিয়ে এ অবরোধ করতে থাকে।
উল্লেখ্য : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করে গত ৬ ফেব্রুয়ারী পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশিতিকে বরখাস্ত করে। চলতি বছরের গত ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিলো এবং গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে ময়লার গাড়ী রেখে অবরোধ https://corporatesangbad.com/21377/ |