স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ় হারল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে পরপর দু’ম্যাচ হেরে সিরিজ় হাতছাড়া হল শাদাব খানদের। এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মকে। রোববার রাতে শারজার মাঠে পরপর দু’টি ম্যাচ হেরেছেন শাদাবরা। বাকি আর এক ম্যাচ। সিরিজ়ে চুনকাম করার সুযোগ রয়েছে আফগানিস্তানের কাছে।
তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ও নিশ্চিত করেছে রশিদ খানের দল।
এর আগে টি-টোয়েন্টিতে প্রথম তিন দেখায় তিনটিতেই পাকিস্তানের কাছে হেরেছিল আফগানিস্তান। গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জিতে আফগানিস্তান। এবার সিরিজও নিজেদের করে নিল তারা। এখন শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগও রয়েছে আফগানদের।
টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রথম ছয়ে থাকা দলগুলির বিরুদ্ধে এটিই আফগানিস্তানের প্রথম সিরিজ় জয়। অর্থাৎ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে এর আগে টি-টোয়েন্টি সিরিজ় জিততে পারেনি আফগানিস্তান। এর আগে বাংলাদেশ, জ়িম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছিল তারা।
এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আফগানিস্তানের। সেই ম্যাচ শেষে মাঠের উত্তাপ ছড়িয়েছিল গ্যালারিতে। সেই ম্যাচও হয়েছিল শারজায়। সেই শারজাতেই এ বার হারের বদলা নিলেন রশিদ খানরা।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করে পাকিস্তান। ইমাদ ওয়াসিম ৬৪ ও অধিনায়ক শাদাব ৩২ রান করেন। কিন্তু বাকিরা রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। রহমানুল্লা গুরবাজ় ৪৪, ইব্রাহিম জ়াদরান ৩৮ রান করেন।
শেষ ৩ ওভারে আফগানিস্তানের জিততে দরকার ছিল ৩০ রান। ক্রিজে ছিলেন নাজিবুল্লা জ়াদরান ও মহম্মদ নবি। তাঁরা দু’ওভারে ২৫ রান তোলেন। ১৯তম ওভারে নাসিম শাহকে দু’টি ছক্কা মারেন নাজিবুল্লা ও নবি। এই নাসিমই এশিয়া কাপে পাকিস্তানকে জিতিয়েছিলেন। সেই তাঁর ওভারেই ম্যাচ ও সিরিজ় হেরে গেল পাকিস্তান।
আরও পড়ুন:
টি-টোয়েন্টিতেও রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা
রোনাল্ডোর জোড়া গোলে লাক্সেমবার্গকে ৬ গোলে উড়িয়ে দিল পর্তুগাল
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় আফগানিস্তানের https://corporatesangbad.com/21276/ |