একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যাতে শোডাউন করে বিজয় মিছিল না বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী পর্যবেক্ষণ এবং সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, আমি এখন সবার প্রধানমন্ত্রী। অর্থাৎ যারা তাকে ভোট দিয়েছেন আর যারা দেননি তিনি সকলের প্রধানমন্ত্রী।
এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিপক্ষের প্রতি কোন রকম প্রতিহিংসা চরিতার্থ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এসব খবরের মধ্যে গতকাল মঙ্গলবার জাতীয় দৈনিকে একটা দুঃখজনক খবর ছাপা হয়েছে, সংসদ নির্বাচনের দিন মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার বাসিন্দা সিএনজিচালক সিরাজ মিয়ার ঘরে একদল সন্ত্রাসী প্রবেশ করে তাঁকে ও তাঁর সন্তানদের বেঁধে রেখে স্ত্রীকে বাড়ির উঠানে নিয়ে ধর্ষণ করা হয়। এদুজনই নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, ওই নারীকে কোন প্রার্থীকে ভোট দিতে বলা হয়েছিল তিনি সেই কথা না শোনায় তার জন্য রাতেই ওই শাস্তি বরাদ্দ হয়। এই ধরনের দুর্বৃত্তরা কোন দলের লোক তা খবরে উল্লেখ করা হয়নি।
এ ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। এরা হচ্ছে- লক্ষ্মীপুর থেকে আটক স্বপন (২৯) ও নোয়াখালীর চরজব্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে বাদশা আলমকে (৩৫)।
আমরা আশা করবো, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবে এবং তাদের ছাড়ানোর জন্য কোন রাজনৈতিক প্রভাব প্রয়োগ করা হবে না। সেটা না করা হলে নারী ধর্ষণের জন্য অনুমতি দেয়া হয়ে যাবে এবং সারাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
স্বামী-সন্তানকে বেধেঁ নারী নির্যাতন; প্রয়োজন অপরাধীদের দ্রুত শাস্তি https://corporatesangbad.com/211416/ |