বীর শহিদদের প্রতি ডিএসইর বিনম্র শ্রদ্ধা

Posted on March 26, 2023

নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।

রবিবার বেলা ১১ টায় ডিএসইর নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে এই পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এর মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নব-নিযুক্ত পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার, কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রমুখ।