শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার(২৬ মার্চ) প্রথম প্রহরের সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এ্যড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এরপর পুলিশ বিএনসিসিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদসদ্যদের সমন্বয়ে দৃষ্টি নন্দন কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। দুপুরে র্যহোরের নামাজ শেষে সকল মসজিদে শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত https://corporatesangbad.com/21124/ |