তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে শিকারিদের ধাওয়া দিয়ে একটি হরিণ ছানা উদ্ধার করেছেন বন প্রহরীরা। আজ শনিবার সকালে ছানাটি উদ্ধারের পর সেটিকে দুপুরের দিকে অবমুক্ত করে দেওয়া হয়। বন কর্মীরা জানান, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম বনাঞ্চল। এখানে বেশ কিছু হরিণের বসবাস আছে। ওই এলাকার কিছু শিকারি প্রায় সময়ই এ অভয়ারণ্যে গিয়ে হরিণ শিকার করে। আজ শনিবার সকালে এ রকমই একটি শিকারি দল বনের ভেতর থেকে একটি হরিণ ছানা আটক করে নিয়ে যাচ্ছিল। এ দৃশ্য দেখেন রেমা-কালেঙ্গার বন প্রহরীরা। তারা ধাওয়া করেন শিকারিদের। এ সময় শিকারিরা হরিণ ছানাটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে হরিণ ছানাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন প্রহরীরা।বন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, হরিণ ছানাটি মায়া হরিণ। বয়স পাঁচ থেকে সাত দিন ছিল এটির। শিকারিরা বনের ভেতর থেকে এ হরিণের ছানাটি নিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা তাদের দেখে ধাওয়া দেন। পরে সেটি উদ্ধার করে আজ বেলা ১টার দিকে পুনরায় বনে অবমুক্ত করে দেওয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হরিণ ছানা উদ্ধার হলো শিকারিদের হাত থেকে https://corporatesangbad.com/21120/ |