তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।এদিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুচকাওয়াজ পরিচালনা করে শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক সুব্রত চন্দ্র দাশ। রোববার (২৬ মার্চ) প্রথম প্রহরে পৌর শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত https://corporatesangbad.com/21117/ |