নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের সর্বশেষ সমাপ্ত হিসাব বছর জুন ২০২১-২০২২ এর জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দেয়ার সম্মতিক্রমে কোম্পানিটিকে পহেলা জানুয়ারী থেকে বর্তমানে ক্যাটাগরী ’এ’ থেকে ’বি‘ ক্যাটাগরীতে দিয়েছে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ নভেম্বর ২০২২ রেকর্ড ডেটের দিন বার্ষিক সাধারন পর্ষদ সভায় সকল শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। একই দিনে কোম্পানিটির ক্যাটাগরী বিষয়ে শেয়ারহোল্ডাদেরও অবহিত করা হয়।
২০১৮-২০১৯ হিসাব বছরে শেয়ার হোল্ডারদের কোন নগদ ও স্টক লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ঠিক তার আগের বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
সমাপ্ত হিসাব বছর ২০১৯-২০২০ হিসাব বছরে ১৫ শত্যাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
৩০ জুন সমাপ্ত বছর ২০২০-২১ বছরে কোম্পানিটির ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উক্ত বছরে, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা পূর্বে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিটি শেয়ারের আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। পূর্বের ২০২০-২১ এ ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা। এক বছরে ইপিএস হ্রাস পেয়েছে ৬ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিশোধিত মূলধন ২১০ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। কোম্পানিটি রিজার্ভে রয়েছে ১৪৪ কোটি ৯৮ লাখ কোটি টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ড্রাগন সোয়েটারের ক্যাটাগরী ‘এ’ থেকে ‘বি’ https://corporatesangbad.com/2106/ |