প্লাস্টিক সার্জারির পর 'নতুন' ঋষভ!

Posted on March 26, 2023

স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর থেকে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য কিংবা বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন ঋষভ পন্থ। তবে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপারের ছবি প্রকাশ্যে চলে এল। প্লাস্টিক সার্জারির পর ঋষভের মুখের আদল অনেকটাই বদলে গিয়েছে। এই ছবিটি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে 'নতুন' এই ছবি কিন্তু ঋষভ পোস্ট করেননি। বরং তাঁর ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে।

গত ১৫ মার্চ ঋষভ তাঁর সুস্থতার ইঙ্গিত দিয়েছিলেন। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তাঁর জীবন থেকে বেশ কিছুটা সময় কেটে নিয়েছে। এখনও ঋষভ নিজের পায়ে কিছুটা হলেও হাঁটতে পারছেন। তবুও সেই ক্রাচের ওপরেই ভরসা করতে হচ্ছে তাঁকে। তবে ফিরতে যে তাঁকে হবেই! ফেরার লড়াইয়ে মগ্ন ঋষভ। ফ্যানদের মাঝেমধ্যেই শেয়ার করেন আপডেট। ঋষভ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, পুলের মধ্যে তিনি কখনও ধীর পায়ে হাঁটছেন। কখনও আবার ক্রাচ নিয়ে হাঁটছেন। ঋষভ লিখেছিলেন, 'ছোট, বড় এবং এর মাঝে যা আছে, সব কিছুর জন্য কৃতজ্ঞ।'

গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। পুড়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরহাদুন ও পরে মুম্বাইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। গত ১৬ জানুয়ারি টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।'

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত মাঠে ফেরা হচ্ছে না পন্থের। কারণ পুরোপুরি ফিট হতে এখনও অনেকটাই সময় লাগবে তাঁর। কড়া নিয়ম মেনে চলবে রিহ্যাব। এখন ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ঋষভ কামব্যাক করতে পারেন কিনা সেটাই দেখার। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস