আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তে আলোচনা সভায় আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ কর্মসুচির আয়োজন করে।
জেলা প্রশাসক জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দিতে এবং গণহত্যাকে কঠোর ভাষায় নিন্দা করার আহবান জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত আর্ন্তজাতিক স্বীকৃতি দাবী https://corporatesangbad.com/20981/ |