চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্তে চোরাচালানের সময় গমের ভূষির বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় ওই এলাকা দিয়ে ১টি ব্যাটারি চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে ভ্যান থেকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরে ভ্যানে থাকা ১টি গমের ভূষির বস্তা তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গমের ভূষির বস্তায় মিললো ১০টি স্বর্ণের বার https://corporatesangbad.com/20911/ |