![]() |

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সিলেট বাসস্ট্যান্ড এলাকার শ্রীমঙ্গল আঞ্চলিক র্যাব ক্যাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার দুপুরে প্রান ফুড এন্ড কোং: মালবাহী ট্রাক লড়ি হবিগঞ্জ দিকে যাত্রা পথে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুমন রায়। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর ছেলে। দূর্ঘটনা পরপর শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটক করে থানায় নিয়ে আসে ও নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রান কোম্পানির গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শ্রীমঙ্গলে ট্রাকলড়ির ধাক্কায় যুবকের মৃত্যু। https://corporatesangbad.com/20898/ |