নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের রংপুর সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ রংপুর সার্কেল কর্তৃক আয়োজিত রংপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলমের সভাপতিত্বে এ সম্মলেন অনুষ্ঠিত হয়¡
এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ সার্কেলাধীন সকল নির্বাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ ও ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ২০২৩ সালে প্রদেয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা এবং সকল সূচক উন্নীত করা ও খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনার পাশাপাশি আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা, শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত https://corporatesangbad.com/20854/ |