সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজান নগর ইউনিয়নের একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন (৪০) একই এলাকার জব্বার গাজীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবি ছিলেন।
গ্রাম পুলিশ আব্দুল বারি জানায়, ভোর বেলা প্বার্শবর্তী আব্দুল মজিদের মৎস্য ঘেরের কর্মচারী আটলপাটা ঝাড়ার সময়ে মরদেহটি দেখতে পেয়ে এলাকার মানুষের খবর দিলে আমরা জানতে পেরে ছুটে এসে বিল্লাল হোসেন'র মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, লাশটির মাথায় একটি গামছা পেঁচানো ছিলো। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশটি উদ্ধার করে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে লাশ উদ্ধার https://corporatesangbad.com/20849/ |