তিমির বনিক : পবিত্র রমজান মাসে নিত্যপন্য বাজার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) মৌলভীবাজার সদরের টি.সি মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দয়াল স্টোরকে ৩ হাজার টাকা, হাফিজ পোল্ট্রিকে ১ হাজার টাকা, শাহাবুদ্দিন সবজি ঘরকে ১ হাজার টাকা, নুরুজ্জামান ফল ভান্ডার ১ হাজার টাকা ও মক্কা ফল ভান্ডারকে ১ হাজার টাকাসহ মোট ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ যথাযথভাবে অনুসরণ করে পণ্য বিক্রয়ের বিষয়ে সচেতনতা প্রদান করা এবং লিফলেট, পাম্পলেট বিতরণ হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, জনস্বার্থে কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। অভিযানে সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা https://corporatesangbad.com/20842/ |