তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ পাওয়া গেছে। উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে বেলা আড়াইটার দিকে তাদের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মৃতদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরো তিন সন্তান জীবিত আছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধি। আর তার পিতা সজ্জুল মিয়া মাদকাসক্ত ছিলেন। স্ত্রী ও সন্তানকে হত্যা করে হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারে।
ওসি রাশেদুল হক জানান, লাশ ৩টির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
সহকারি পুলিশ সুপার (চুনারুঘাট- মাধবপুর) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের প্রায় তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার https://corporatesangbad.com/20750/ |