নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫ রমজান ৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। এই সময়ে বিদ্যালয়ের ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
সভায় বলা হয়, মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট সকল স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রমজান মাসের ছুটি থাকবে। ২৭ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ১৫ রোজা পর্যন্ত পাঠদানের সিদ্ধান্ত হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রমজানে প্রাথমিকের ক্লাসে নতুন সময়সূচি https://corporatesangbad.com/20719/ |