Corporate Sangbad | Online Bangla NewsPaper
বিনোদন

আজ মুক্তি পাচ্ছে শর্মিলী চ‍্যাটার্জীর মিউজিক ভিডিও “আমি দূর হতে তোমারেই দেখেছি”

জাকির হোসেন আজাদী: এবার সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জী “আমি দূর হতে তোমারেই দেখেছি” শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে এলেন। গানটি বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) বিকাল ৫টায় ফার্মগেটের স্কাই রেষ্টুরেন্টে শুভ উদ্বোধন করা হবে।

গানটির গীতিকার প্রখ‍্যাত গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ‍্যায়। মিউজিক এএইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। আরও অভিনয় করেছেন মিজান ও আলামীন। মেকআপ আমিনুল ইসলাম ও শাওলী। ডোপ: শৈলী বাবু। ড্রোন শিউল। সম্পাদনা ও রঙ: এসএম তুশার। সিনিয়র সহকারী পরিচালক এইচএম সিমান্ত। সহকারী পরিচালক এসআই আলিফ। লাইট : সেলিম। ক্যামেরা সহকারী সাদ্দাম। প্রোডাকশন ম্যানেজার মানিক। প্রযোজক: এমডি হেলাল উদ্দিন হাই। পরিচালক: এএইচ তূর্য। ইউটিউব চ‍্যানেল: APS Entertainment bd তে দেখা যাবে।

উল্লেখ্য যে, “আমি দূর হতে তোমারেই দেখেছি” আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। ইতিপূর্বে তিনি “মা তোমার জন্য ” “কতবার ভেবেছিনু” ও “দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” শিরোনামে আরও তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।

ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী অ‍্যাডিশনাল ডিআইজি শ‍্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

আরো খবর »

নতুন সংসদভবন উদ্বোধনের ভিডিও পোস্ট, কটাক্ষের শিকার শাহরুখ

মিথিলার সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে যা বললেন সৃজিত

অভিনয়ে শাকিব খানের অপ্রতিরোধ্য দুই যুগ