Corporate Sangbad | Online Bangla NewsPaper
কর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তিশিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

তিন বিভাগে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। তবে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর আবেদন ফি ২১২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের ১৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

আরো খবর »

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

তাপপ্রবাহ: প্রাথমিকের পর এবার মাধ্যমিকেও ছুটি ঘোষণা

কবি নাসরিন ফেরদৌসির ৩টি কবিতা