কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অনন্য ব্যাংকিং সেবা নিয়ে সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইল ফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক। দেশের জেলা, উপজেলা, শহর, গ্রামে বিস্তৃত ১২৪৩টি শাখা-উপশাখার প্রত্যেকটিতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও নিজস্ব কর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে মাইল ফলক উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনলাইনে যুক্ত থাকার মাধ্যমে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন সারা দেশে আইএফআইসি ব্যাংকের প্রতিটিশাখা-উপশাখায় নিয়োজিত কর্মীবৃন্দ।
এ উপলক্ষ্যে প্রধান কার্যালয়ের সাথে সাথে সারা দেশের প্রতিটি শাখা-উপশাখায় উৎসব মুখর পরিবেশে ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং আপ্যায়নে অংশ গ্রহণ করেন।
কোনো এজেন্ট নয়, নিজস্ব সুদক্ষ কর্মী বাহিনী, উন্নত প্রযুক্তি, বহু মাত্রিক ডেলিভারি চ্যানেল, সময়ো পযোগীপণ্য ও সেবা নিয়ে বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রতিবেশী হয়ে ব্যাংকিং সেবা নিশ্চিত করছে আইএফআইসি ব্যাংক।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইলফলক উদযাপন করল আইএফআইসি ব্যাংক https://corporatesangbad.com/20234/ |