এবার ঈদে কাউন্টারে পাওয়া যাবে না ট্রেনের টিকিট

Posted on March 21, 2023

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এবার কাউন্টারে কোনো ট্রেনের টিকিট বিক্রি হবে না। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আগামীতে শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। প্রস্তুতি হিসেবে এবারের ঈদকে বেছে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবীহ্ পড়ার আহ্বান

চালের কৃত্রিম সংকট তৈরী করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী