নরসিংদীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

Posted on March 21, 2023

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে পৃথক অভিযানে আন্ত জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ( ২১ মার্চ ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সদস্য আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনজ কুড়াল ও ২ট চাপাতী উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।