আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেল থেকে মাসুদ (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
মাসুদ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গত ২৫/১/২০২৩ তারিখ থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেলের ২২নং কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতো। এদিকে ২০ মার্চ সন্ধ্যায় তার এক আত্মীয় তাকে মোবাইল ফোনে না পেয়ে ওই হোটেলে গিয়ে কর্মচারীদের জিজ্ঞাসা করে। পরে তার কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান মাসুদের মৃতদেহ ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায়। পরে মাসুদের লাশ নামিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে পুলিশ জানায় মাসুদের মৃত্যু রহস্য উদঘাটন এবং কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/20158/ |