জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী

Posted on March 21, 2023

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২১ মার্চ) তিনি কিয়েভে পৌঁছাবেন বলে জানা যায়। সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর করার পর অনেকটা আশ্চর্যজনকভাবে জাপানি প্রধানমন্ত্রীর ইউক্রেন সফরের খবর এলো।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানায়, কিশিদা এরই মধ্যে ভারত থেকে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথশ কোনো যুদ্ধরত দেশে সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী। তাছাড়া এটি হবে জি- ৭ গ্রুপের কোনো এশীয় সদস্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রের প্রথম ইউক্রেন সফর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, যুদ্ধরত দুই দেশে চীনা প্রেসিডেন্ট ও জাপানি প্রধানমন্ত্রীর সফর ইউক্রেনের যুদ্ধে উত্তর-পূর্ব এশিয়ায় গভীর বিভাজনের বিষয়টি আরও পরিষ্কার করে তোলে। জাপান কিয়েভকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, চীন পুতিনকে সমর্থন দিয়ে যাচ্ছে।

চীন এখন সামরিক দৃঢ়তা বাড়ানোর ও বিশ্বব্যাপী নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, জাপান ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত বছর কিশিদা বলেছিলেন, আজ রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করেছে। কাল পূর্ব এশিয়াও তাদের হামলার শিকার হতে পারে। গত মাসে, যুদ্ধের এক বছরপূর্তিতে ইউক্রেনের জন্য ৫৫০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেয় জাপান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধু ইউরোপীয়দের জন্য উদ্বেগের বিষয় নয়, এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিশাল একটি চ্যালেঞ্জ।

সোমবার নয়াদিল্লিতে সফরের সময় কিশিদা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ৭ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে ও চীনের প্রভাব মোকাবিলার জন্যই জাপান এসব পদক্ষেপ নিচ্ছে। সূত্র: সিএনএন