বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে শাহবাগে ছাত্রলীগের অবস্থান

Posted on December 30, 2022

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিএনপির গণমিছিল কর্মসূচি ঘিরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়। ছাত্রলীগ এ কর্মসূচির নাম দেয় গণতন্ত্রের বিজয় দিবস, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি।

অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নানা ধরনের সংগীত পরিবেশন করেন।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ৩০ ডিসেম্বর আমরা গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করছি। একই সঙ্গে বিএনপি-জামায়াত আজকে যে অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, দেশ বিরোধী কাজ করার চেষ্টা করছে এবং সার্বিকভাবে আমাদের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে তার প্রতিবাদে বাংলাদেশের ছাত্রসমাজ নৈতিকভাবে তাদের এ অশুভ শক্তির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জারি রাখছে।