বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় আড়াই ডলার

Posted on December 30, 2022

আন্তর্জাতিক ডেস্ক : চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম ২ ডলারেরও বেশি কমেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ২ ডলারেরও বেশি পড়ে যায়।

এদিন ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম ৯৬ সেন্ট বা ১.১৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২.৩০ ডলারে নেমে আসে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.১৩ ডলার বা ১.৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭.৮৩ ডলারে পৌঁছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪.৪২ ডলার হয়। আর ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি হয় ৭৯.৬৩ ডলার।

মার্কিন ডলারের দুর্বল অবস্থানের কারণে তেলের চুক্তিগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অন্যান্য মুদ্রার ধারকের জন্য তেল সস্তা হয়ে উঠেছে। যার কারণে বাড়তে পারে তেলের চাহিদা।

এদিকে চীন কোভিড-১০ বিধিনিষিধ শিথিল করার পর বিনিয়োগকারীদের মধ্যে প্রাথমিকভাবে আশার সঞ্চার হয়েছিল, যা ধীরে ধীরে কমে আসছে। কারণ, চীনের কোভিড প্রাদুর্ভাবের হার এবং সরকারি তথ্যের ওপর সন্দেহ প্রকাশ করে বেশ কিছু দেশ চীনা পর্যটকের ভ্রমণের ওপর নতুন নিয়ম আরোপের বিষয়ে বিবেচনা করছে।

আইজির মার্কেট স্ট্র্যাটিজিস্ট জুন রং ইয়েপ বলেন, চীনের ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বচ্ছতার অভাবে বিভিন্ন দেশ নতুন ভ্রমণ নিয়ম আরোপের কথা ভাবছে। এতে চীনের জিরো কোভিড নীতি শিথিল করায় যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা কিছুটা ক্ষীণ হয়ে গেছে।