সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহর

Posted on March 20, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দুপুরে একপশলা মাঝারি বর্ষণে কক্সবাজার গোলদীগিসহ নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা। আজ বৃষ্টিতে এই দুরবস্থার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্মিজ মাকেট,গোলদীগি,বড় বাজারসড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

পানি নিষ্কাশন ব্যবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার খাল ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এগুলো ভরাট হয়ে গেছে। পানি নামার পরিবর্তে উল্টো এলাকায় ঢুকে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গোলদিঘি মন্দিরের সামনে থেকে হাঁটু পরিমাণ পানি জমেছিল। বৃষ্টির পানিতে ফুটপাতও ডুবে যায়। এতে পথচারীরা চরম বিপাকে পড়েন। অনেককেই সড়কের মাঝ বরাবর সড়ক বিভাজক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়ক পানিতে ডুবে থাকায় গাড়ি চলাচলও করে ধীরগতিতে। এতে যানজট সৃষ্টি হয়৷ সচেতন মহলের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই আবস্থা হয়েছে।