নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে পুঁজিবাজারে নতুন সময়সূচি অনুসারে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই সময়সূচি নির্ধারণ করেছে।
ঘোষিত সময়সূচি অনুসারে, রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, সোমবার (২০ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।
প্রথম রমজান থেকে সকাল ১০টা থেকে শেষ দশ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন সহ সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ https://corporatesangbad.com/19961/ |