নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের ইস্টার্ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের নগদ অর্থের বিষয়ে নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ না করায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতি কোম্পানিতে মুনাফার ৫% ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড ও বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে দেওয়া দরকার। কিন্তু দেশ গার্মেন্টস কর্তৃপক্ষ বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে কোন অর্থ দেয় না।
কোম্পানিটির সঙ্গে পরিচালকদের দফায় দফায় ঋণ আদান-প্রদান হয়েছে। তবে এ বিষয়ে লেজার ও ব্যাংক স্টেটমেন্ট ছাড়া সাপোর্টিং কোন ডকুমেন্টস কোম্পানি কর্তৃপক্ষ দিতে পারেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, দেশ গার্মেন্টসে ১৯৮৯-৯০ সাল থেকে ৮৫ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। যা কোম্পানির উদ্যোক্তা পাবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া দেশ গার্মেন্টসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮ কোটি ২৯ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের ৪৫.০১ শতাংশ মালিকানা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশ গার্মেন্টসের নগদ অর্থের বিষয়ে নিরীক্ষকের শঙ্কা https://corporatesangbad.com/19798/ |