তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মুজিবশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
চলতি বছরের আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ৬৪ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
'স্বপ্নের আলপনা' উপহারের ঘর পাচ্ছে ৬৪টি পরিবার https://corporatesangbad.com/19790/ |